দ্রব্যমূল্যের দাম বাড়ছে চাঁদাবাজির কারণে: ফিরোজ রশিদ

Link Copied!

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, চট্টগ্রাম থেকে একটি পণ্য ঢাকায় আসতে ১১টি স্পটে চাঁদাবাজি হয়। ফলে কোনো আইন করেও লাভ নেই, যদি চাঁদাবাজি বন্ধ করা না যায়।
ফিরোজ রশিদ বলেন, শুধু দোকানীদের দোষ দিয়ে লাভ নেই। চাঁদাবাজি বন্ধ করতে না পারলে দ্রব্যমূল্যর দাম কমানো যাবে না। বন্দর কর্তৃপক্ষ বিল করার আগে দুর্নীতি বন্ধ করতে হবে ।