দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বড় জয়


মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। মাত্র ২৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।
এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করতে না পারলেও মুশফিক ও লিটনের ২৭২ রানের অনবদ্য জুটিতে ৩৬৫ রান করে বাংলাদেশ। দুজনেই নিজেদের সেঞ্চুরি তুলে নেন। শ্রীলংকার হয়ে ৫টি উইকেট নেন কাসুন রাজিথা এবং ফার্নান্দো নেন ৪ টি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকার সংগ্রহ ১০ উইকেটে ৫০৬ রান। ম্যাথিউস ১৪৫ রান, চান্দিমাল ১২৪ রান করেন। বাংলাদেশের হয়ে সাকিব নেন ৫ টি উইকেট এবং ইবাদত নেন ৪ টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারায়। লিটন, সাকিবের ১০৩ রানের পার্টনারশিপেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কান বোলার ফার্নান্দো নেন ৬ টি উইকেট। ২৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলংকা জয় তুলে নেয় ১০ উইকেটে।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আসিথা ফার্নান্দো।
ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
প্রথম টেস্ট ড্র হওয়ায় এবং দ্বিতীয় টেস্টে জয়ের ফলে শ্রীলংকা ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
আরএইচ/দেস