ঘোড়ার সাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। কিন্তু ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় মানুষ অংশ নিতে পারে। হ্যাঁ, পারে। শুধু ঘোড়দৌড়ে অংশ নেয়নি, ঘোড়াকে হারিয়ে মানুষ প্রতিযোগতায় জিতেছেও। বিষয়টি অবাক করার মতো।
১৯৮০ সালে শুরু হওয়া প্রতিযোগিতায় এখন পর্যন্ত মাত্র তিনবার জিতেছে মানুষ। অন্যসববার জিতেছে ঘোড়া।
তবে এবার প্রতিযোগিতায় ঘোড়াকে হারিয়ে জিতেছেন রিকি লাইটফুট নামের এক যুবক। ওয়েলসের পোইস নামক এক জায়গায় ঘোড়ার সঙ্গে মানুষের দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ঘোড়া এবং মানুষ একসঙ্গে দৌড়ায়। তবে গত দুই বছর করোনাভাইরাস মহামারির কারণে প্রতিযোগিতাটির আয়োজন করা যায়নি।
আরো পড়ুন : সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এবার ১০০০ জন মানুষ এবং ৫০ টি ঘোড়া নিয়ে সেই প্রতিযোগিতা চালু হয়। দৌড়ে সবাইকে পরাজিত করে জিতেছেন লাইটফুট। তিনি সাড়ে তিন হাজার পাউন্ড জিতেছেন। এজন্য তাকে অতিক্রম করতে হয়েছে সাড়ে ২৫ মাইল পথ।
২০০৪ এবং ২০০৭ সালে এই প্রতিযোগিতায় ঘোড়াকে হারিয়ে জয় পেয়েছিল মানুষ। এবার জয়ের পর ৩৭ বছর বয়সী লাইটফুট বলেছেন, জয় সবসময় আনন্দের। ভালো লাগছে।
সূত্র: বিবিসি।
আর.ডিবিএস