পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দেবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ আব্দুল মান্নান।
গতকাল বুধবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুর সময় দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে যান। তিনি দীর্ঘ দিন থেকে কিডনি জনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টায় দেবীগঞ্জ সরকারি কলেজে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মী, শিক্ষার্থী, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর, পাড়া প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। পরে সকাল ১১ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রভাষক মোঃ আব্দুল মান্নান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ কলেজে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তৎকালীন দেবীগঞ্জ ডিগ্ৰী কলেজে ইসলামের ইতিহাস বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি দেবীগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রভাষক মোঃ আব্দুল মান্নান ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে আমীর থাকাকালীন সময় প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে ফলাফলে তৃতীয় অবস্থানে ছিলেন। এছাড়া পঞ্চগড় জেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দল মত নির্বিশেষে তিনি দেবীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের কাছে জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তবে, রাজনৈতিক ভাবে তিনি অনেক নির্যাতনের স্বীকার হয়েছিলেন, এমনকি মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছিলো প্রভাষক আব্দুল মান্নানকে।
দেবীগঞ্জে প্রভাষক মোঃ আব্দুল মান্নান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অতিবাহিত করেছিলেন, হাজারো শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আদর্শ শিক্ষকের ভূমিকাও পালন করেন। তার অমায়িক ব্যবহার এবং কর্মময় জীবনের কথা দেবীগঞ্জবাসী সারাজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
_ জামিল হাসান/স্টাফ রিপোর্টার
মন্তব্য করুন