বুধবার (৫ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয় এবং বিশ কুড়ি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
বিশ কুড়ি’র সভাপতি মোঃ ইমরান আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মোমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া, বিশ কুড়ি’র সহ সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক মুনিম ফুয়াদ রাফি প্রমুখ।
এছাড়া বিশ কুড়ি সামাজিক সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ জুলাই, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একদল তরুণ বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
♦️ছবি : রাশিনুর রহমান, ফটো জার্নালিস্ট, দেবীগঞ্জ সংবাদ
এস.এম/ডিএস
মন্তব্য করুন