শনিবার (১১ই জুন) দেবীগঞ্জ উপজেলা সোনাহার ইউনিয়নের তাওহীদি জনতা বিশ্ব নবী রাসূল (সাঃ)ও আয়শা (রাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সকল স্তরের জনগন । প্রতিবাদী ভাষায় এলাকার মানুষ জানিয়েছে তারা তাদের বাবা কে অপমান করলে সহ্য করবে । তাদের বংশ কে নিয়ে কটূক্তি করলে সহ্য করবে কিন্তু বিশ্ব নবী রাসুল (সাঃ) নিয়ে যারা কটূক্তি মূলক কথা বলবে তাদের আমরা মুসলিম বিন্দু মাত্র ছাড় দিবো না ।
এই বিক্ষোভ মিছিলে উত্তরবঙ্গের উদয়ীমান তরুণ বক্তা হযরত মাওলানা গোলাম রব্বানী বলে, ভারতের নূপুর শর্মা এবং জান্দালের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে বাংলার মুসলিম সহ সারাবিশ্বের মুসলিম চুপ থাকবে না । তিনি সকল স্তরের জনগণকে ভারতের পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছেন ।
মিছিল শেষে দৃষ্টান্ত মূলক ফাসির দাবি করে সাধারণ জনগন নমুনা ছবিকে জুতাপেটা করে এবং আগুন জ্বালিয়ে পড়া দেয় তাদের নমুনা ছবিকে ।
উল্লেখ্য থাকে যে গত কয়েক দিন থেকেই সারা দেশে বিশ্ব নবী রাসূল (সাঃ)ও আয়শা (রাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে । সেই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলেও মুসলিম জনতা সংযুক্ত হয়েছে ।
হৃদয়/ডিএস
মন্তব্য করুন