প্রশিক্ষণ কর্মশালায়- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ- প্রধানমন্ত্রীর এই দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মশালার মুখ্য আলোচক ও প্রধান অতিথি পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়।
আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ছয়টি দলের সদস্যগণ আলোচিত দশটি উদ্যোগের বিষয়ে সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে করণীয় এবং প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগের প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ গুলো তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দীক ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান- বাবুল সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ সহ ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও পৌর আওয়ামী লীগের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন