গতকাল, মঙ্গলবার (২৪ শে মে) জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ এর জেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয় । এতে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ কে নির্বাচিত করা হয় ।
এর পূর্বে গত সোমবার (২৩ শে মে) জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ এর জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার(২৪ শে মে) প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম প্রকাশ করা হয় । যেখানে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মোঃ সলিমুল্লাহ (দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) কে নির্বাচিত করা হয়।
এ সম্পর্কে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস জানান, ” উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এটি দেবীগঞ্জ উপজেলার জন্য একটি আনন্দের সংবাদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
উল্লেখ্য, মোঃ সলিমুল্লাহ গত ২০১৭ খ্রিস্টাব্দ থেকে দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন