বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে “প্রবাসীর দিগন্ত” অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুস সাকিব মুনের আয়োজনে পত্রিকাটি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভারের প্রতিনিধি হরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও প্রবসীর দিগন্তের জেলা প্রতিনিধি নাজমুস সাকিব মুনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে “প্রবাসীর দিগন্তে”র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন ডেইলি নববার্তার প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ, বাংলাদেশ বার্তার অবিনাশ রায়, দৈনিক নয়া দিগন্তের শেখ ফরিদ, ডেইলি নববার্তার আদালত প্রতিবেদক সবুজ ইসলাম, দেবীগঞ্জ সংবাদের বার্তা প্রধান ও দৈনিক নীল কথার মোঃ সিরাতুল মোস্তাকিম, দেবীগঞ্জ ব্রেকিং নিউজের ওয়ারেছুর রহমান নয়ন, দেবীগঞ্জ সংবাদের প্রতিবেদক জামিল হাসান, ফটো সাংবাদিক সজীব আহাম্মেদ ও রাশিনুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে “জনগণের কথা বলা, সত্যের সাথে পথচলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে ” প্রবাসীর দিগন্ত”। এরপর থেকে “প্রবাসীর দিগন্ত” বাংলাদেশ সহ প্রবাসীদের নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছে।
এস/এম/ডিএস
মন্তব্য করুন