পঞ্চগড়ের দেবীগঞ্জে রড বোঝাই নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
রবিবার (২২ অক্টোবর) রাত ১১ টায় উপজেলার বাবুরহাট নামক স্থানে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহার রড বোঝাই একটি নছিমন দেবীগঞ্জ থেকে রওনা দেয়।দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের বাবুরহাট নাম স্থানে ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সহ ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আশরাফুল নামে এক আহত যাত্রী জানায়, “নছিমনটিতে ছোট একটি লাইট দেয়া ছিলো। এতে করে নছিমনে রড ছিলো তা দেখা যাচ্ছিলো না। নছিমনটি এসে সজোরে আঘাত করে আমাদের ইজিবাইকে। রড গুলো সামনের দিকে উন্মুক্ত থাকায় আমাদের শরীরে বিঁধে যায়। এতে ড্রাইভার সহ আমরা আহত হই।”
এদিকে দুর্ঘটনার পর নছিমন চালক সড়কে নছিমন রেখে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, “ঘাতক নছিমনটি থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আহতদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ জানানো হয় নি তাই মামলা দায়ের করা হয় নি।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন