দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৮৮ জন কাউন্সিলর এর পত্যক্ষ ভোটে সভাপতি পদে মোশাররফ হোসেন এবং সাধারন সম্পাদক পদে অবিনাশ চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ( ২৯ শেষ মার্চ) খুটামারা মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরি ।
কৃষক লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ , দেবীগঞ্জ উপজেলার কৃষকলীগের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সুইডেন, দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র রায় প্রধান, টেপ্রিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সহ দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেবীডুবা ইউনিয়ন কৃষক লীগের তৃ বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম রহমান সরকার।
মন্তব্য করুন