পঞ্চগড়ের দেবীগঞ্জে গত এক মাসে ২৩ জুয়াড়ি ও ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে সন্তুষ্ট এলাকাবাসী।
দেবীগঞ্জ থানা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে ৩৯ হাজার ৮৫৫ টাকা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া বিশেষ অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক জাতীয় ৯৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৩ হাজার ৫০০ টাকা।
এছাড়া, জানুয়ারি মাসে জিডি মূলে ৫টি মোবাইল ও একজন ভিকটিম উদ্ধার এবং সর্বোচ্চ সংখ্যক আদালতের পরোয়ানা তামিল করা হয়েছে।
এদিকে, মাদক ও জুয়া বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থানের কারনে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী। দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে। আশা করা যায় এমন অভিযান অব্যাহত থাকলে একসময় মাদক ও জুয়া মুক্ত হবে দেবীগঞ্জ উপজেলা।”
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, “সকলের সহযোগিতায় দেবীগঞ্জকে মাদক মুক্ত এবং জুয়া মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেবীগঞ্জ থানা পুলিশ। অফিসার ইনচার্জের নেতৃত্বে ভবিষ্যতেও মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন