পঞ্চগড়ের দেবীগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) সকাল ১১টায় দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ হলরুমে এই অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
অভিভাবক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সরাফত আলী, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজু প্রমুখ।
এছাড়া, বিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন