শুক্রবার ( ১০ নভেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি রাজ্জাক দুলালের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত কবি ও গদ্যকার সুবীর সরকার, লোক মানসের কবি ও সম্পাদক দেবাশিস ভট্টাচার্য, কথালহরীর কবি ও সম্পাদক সৈকত সেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমুখ।
দেবীগঞ্জ পৌরসভার মেয়র ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় দেবীগঞ্জ উপজেলার ও পশ্চিমবঙ্গ থেকে আগত লেখক, কথাসাহিত্যিকদের লেখালেখি নিয়ে গল্প, কবিতা আবৃত্তি ও গানের আড্ডায় জমে উঠে সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সন্ধ্যা।
এস.এম/ডিএস
মন্তব্য করুন