মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকায় ভাউলাগঞ্জ- দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত সফিকুল ইসলামের বাড়ি ইউনিয়নের তেলিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সফিকুল ইসলাম বাসা থেকে বের হয়ে ব্যাটারী চালিত রিক্সা যোগে কৃষি পন্য নিতে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় তারা উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের তিস্তাপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের ব্যাটারী চালিত রিক্সায় সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি রিক্সার চালক সহ সড়কে ছিটকে পড়েন। এতে রিক্সা চালক সামান্য আহত হলেও তিনি মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই পিকআপ রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে পিকআপটি জব্দ করে চিলাহাটি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জামাল হোসেন সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “নিহতের মরদেহের সুরতহাল ও অপমৃত্যু (ইউডি) মামলা রংপুরেই হবে। তবে তারা আমাদের কাছে একটি বেতার বার্তা পাঠাবে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন