বৃহস্পতিবার ( ৫ ই মে) দেবীগঞ্জ উপজেলার সোনাহার দেবীগঞ্জ সড়কের ধরধরা পুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং শাহীন(২৫) ও জীবন (১২) গুরুতর আহত হয়েছে ।
পুলিশ ও স্থানীয়দের কাছে জানা যায়, দেবীগঞ্জ কৃষি ফার্ম সংলগ্ন ধরধরা পুল এলাকায় দ্রুত গতিতে বাক নেওয়ার সময় রেলিং এ সজোড়ে ধাক্কা লাগে । এসময় ঘটনাস্থল মারা যায় ইশাদ নামে স্কুল শিক্ষার্থীর । আহত অবস্থায় শাহীন ও জীবনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয় ।
সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থী
মোঃ ইশাদ পৌর এলাকার কলেজ পাড়ার কুরবান আলীর পুত্র । এছাড়া আহত শাহীন ও জীবন একই এলাকার রাজু কাঠমিস্ত্রির পুত্র।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন