সোমবার (১লা আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে, দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে- ৫ই আগস্ট শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ই আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক আবু; উপজেলা ভূমি কর্মকর্তা- গোলাম রব্বানী সর্দার; উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার; আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব হাসনাত জামান চৌধুরী জর্জ; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা- মোঃ সলিমুল্লাহ, ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে শোকাহত আগস্ট মাসে বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । কর্মসূচির মধ্যে উল্লেখ্য ছিলো ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ রাসেল এর জন্মবার্ষিকী উদযাপন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ প্রীতি ম্যাচ এর আয়োজন করা হবে এছাড়াও ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ মৃত্যু বার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উক্ত সভার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস সমাপনী বক্তব্যে বলেন, “আগস্ট মাসে যে কোনো অনুষ্ঠান ,কনসার্ট ,পিকনিক এবং জাকজমোক পূর্ণ পোশাক থেকে বিরত থেকে কালো কাপড় পরার আহ্বান করা হলো। এছাড়াও বৈদ্যতিক সংকটের প্রতি লক্ষ্য রেখে সরকারি সকল বিধি নিষেধ মেনে চলার আহ্বান করছি।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন