“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দূর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন