পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই দেয়া হচ্ছে উপহার। সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এমু। ইতিমধ্যে তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জন্ম নিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্ম নিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি জেনেও অনেক অভিভাবক অবহেলা করে থাকেন। তাই শিশুদের বাবা-মাকে তাদের সন্তানের সঠিক সময়ে সঠিকভাবে জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে গত ৬ মাস থেকে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে বিনামূল্যে সনদ এবং একটি করে দুধ খাওয়ানোর ফিডার উপহার হিসেবে দেয়া হচ্ছে। এতে করে আগের তুলনায় এখন জন্ম নিবন্ধন বেশি হচ্ছে।
এবিষয়ে দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এমু বলেন, “আমারা প্রায় ৬ মাস ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। এতে করে আগের তুলনায় অনেক বেশি নবজাতকের নিবন্ধন করছেন অভিভাবকরা। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
দেবীগঞ্জ উপজেলা জন্ম নিবন্ধন টাস্ক ফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেন, “বর্তমান সরকার প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিতে গুরুত্বারোপ করেছে। সরকারের এই এজেন্ডা বাস্তবায়নে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই কর্মকান্ড সত্যি প্রশংসার দাবিদার। আমারা তার এই কার্যক্রম অন্য চেয়ারম্যানদের সামনে তুলে ধরবো যাতে তারা তাদের ইউনিয়নে তা প্রয়োগ করতে পারেন।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন