সোমবার (২১আগস্ট) বেলা ১২ টায় উপজেলার সোনাহার বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
অভিযানে লাইসেন্স বিহীন কারখানা পরিচালনার দায়ে ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না রাখার দায়ে মেসার্স বিসমিল্লাহ টেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, “লাইসেন্স বিহীন কারখানা পরিচালনা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তৎক্ষণাত তা আদায় করা হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন