রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকলে উপজেলা সদরের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন।
পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিন অনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষন করেন। এছাড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লুৎফা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোছাঃ রিতু আক্তার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মালেকা বেগম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে মোছাঃ জেসমিন আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোছাঃ লুৎফা প্রধানকে নির্বাচিত করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন