রবিবার (২৬ শে জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস/২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে মানবন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।
মানবন্ধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক আবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান – রিতু আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
” মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন