পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে প্রায় ১কিঃমি দীর্ঘ শোভাযাত্রায় আনুমানিক ১০ হাজারের অধিক মানুষ অংশগ্রহন করেন।
মঙ্গলবার (২০জুন) দুপুর দুই’টায় করতোয়া সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিজয় চত্বর মোড় ঘুরে পূণরায় মঠে এসে শেষ হয় শোভাযাত্রাটি।
জানা যায়, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। জৈষ্ঠ্য মাসের দেবস্নানা পূর্ণিমাতে স্নানের পরে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথদেব। ১৫ দিন যাবৎ রাজবৈদ্যর চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার মাসির বাড়ী যাত্রার উৎসবই রথযাত্রা উৎসব।
রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান- আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ পৌর মেয়র- আবু বকর সিদ্দিক আবু, পুজা উদযাপন পরিষদের নেতা-রনজিত কুমার বর্মন, মঠাধ্যক্ষ গোবিন্দ মহারাজ, মঠের সভাপতি- কিরেণ চন্দ্র দাসাধিকারী, সম্পাদক- হরিশ চন্দ্র রায় প্রমুখ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন