বুধবার( ২০ জুলাই) দুপুর ১২ টায় দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র আবু বকর সিদ্দিক আবু।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলতাফ হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর লুৎফা প্রধান, পৌর কাউন্সিলর নেপাল চন্দ্র রায়, আরিফ হোসেন, মোঃ ডালিম ইসলাম, মোঃ লেবু, মন্দির কমিটির সভাপতি উমাপদ রায় সরকার, সম্পাদক হীরালাল রায়, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মেয়র বলেন, “দেবীগঞ্জ পৌরসভার বয়স মাত্র আট মাস। এই অল্প সময়েই পৌরবাসীর সকল প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। সকল ধর্মীয় প্রতিষ্ঠান আমার শ্রদ্ধার জায়গা। পৌরসভার সকল নাগরিক প্রয়োজনীয়তা পূরণে আমি বদ্ধপরিকর।”
উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার এই মন্দিরটিতে পৌর এলাকা ও পৌর এলাকার বাইরের মিলে ১৫টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ পূজার্চনা করেন। দীর্ঘদিন থেকে এখানকার মানুষের একটি দূর্গা মন্দির নির্মাণের দাবি ছিল।
এস.এম/ডিএস
মন্তব্য করুন