পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে ওসমান গনি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে দুজনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ওসমান গনি নীলফামারী জেলা সদরের সুখধন এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতারকৃতরা হলেন, দেবীগঞ্জ পৌর সদরের কাচারীপাড়া এলাকার সোহরাব আলী শেখের ছেলে নাসিরুদ্দিন শেখ এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দেবীগঞ্জ পৌর সদরের সরকার ফিলিং স্টেশনের সামনে এই মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান গনি নিজের মটরসাইকেলে জ্বালানি নেওয়ার জন্য সরকার ফিলিং স্টেশনে আসেন। জ্বালানি নেওয়া শেষে তিনি সড়কের বিপরীত দিকের দোকানের সামনে দাঁড়ান। এই সময় হঠাৎ করে ১০-১২ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওসমান গনিকে মারধর শুরু করে এবং তার কাছে পাওনা ৭০ হাজার টাকা ফেরত দিতে বলে। তবে ওসমান গনি তাদের কাউকে চিনেন না এবং তার কাছে কেউ টাকা পাবেন না বলে দাবি করেন।
এক পর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে পুলিশ ওসমান গনিসহ আরো তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে একজন ওসমান গনির সাথে ছিলেন এবং দুইজন নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওসমান গনিকে মারধর করেন।
এঘটনায় ওসমান গনি বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ভুয়া ডিবি পুলিশ গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, “অভিযুক্তরা কেউই ডিবি’র সদস্য ছিলেন না। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন