পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রখর রোদ ও প্রচণ্ড তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ হাজারো মুসল্লি।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দেবীগঞ্জ পৌরসদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেবীগঞ্জ পৌরসভার আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় এক হাজারের অধিক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে এ বিশেষ নামাজে আদায় করেন।
ইসতিসকার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী।
নামাজ শেষে প্রখর রোদের মধ্যে মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে মুসল্লিরা ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানান।
নামাজে অংশ নেওয়া মোঃ মিজানুর রহমান নামে এক মুসল্লি বলেন, “প্রচন্ড রোদের তাপে দিনের বেলা ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। গতকাল দেবীগঞ্জে একজন হিটস্ট্রোকে মারাও গেছেন। তাই সবাই মিলে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন।”
ইসতিসকার নামাজের আয়োজনের বিষয়ে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, “সারাদেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে । ইতিমধ্যে ফসলের মাঠ, ঘাট শুকিয়ে গেছে। ছোট বাচ্চা এবং বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য সারাদেশেই ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে প্রার্থনা করছে। আমরা উপলব্ধি করেছি আমাদের গুনার জন্য মাপ চেয়ে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করা প্রয়োজন। তাই আজকে দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। এতে সকল শ্রেণি পেশার হাজারো মুসল্লির অংশগ্রহণ করেন।”
দ্যা ওয়েদার চ্যানেলের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে দেবীগঞ্জ উপজেলায় দিনের বেলা তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্ৰি সেলিসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এছাড়া রাতের বেলা তাপমাত্রা কমে গিয়ে ২৫ থেকে ২৮ ডিগ্ৰি সেলিসিয়াসের মধ্যে উঠা নামা করে।
এস.এম/ ডিএস
মন্তব্য করুন