“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সকালে ১১ টায় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম লিটু, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিবারের সভাপতি কল্যাণ রায় এবং সাধারণ সম্পাদক সফিউল হক সোহেল।
এছাড়া দেবীগঞ্জ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন