শুক্রবার ( ১৭ নভেম্বর) সকাল ১০ টায় দেবীগঞ্জ পৌরসভার কামাত পাড়ার একটি কমলা বাগান থেকে আহত অবস্থায় বিলুপ্ত প্রজাতির ঈগল পাখিটি উদ্ধার করা হয়। ঈগলটির গায়ের রং বাদামী ও ধুসর এবং প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন পাখিটির।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কামাত পাড়ার একটি কমলাবাগান থেকে কৃষ্ণ রায় নামে এক ব্যক্তি আহত অবস্থায় পাখিটি উদ্ধারকার করেন। পরে সেটি এলাকাবাসীকে দেখিয়ে পাখিটি উদ্ধারের একটি ছবি তুলে ফেইসবুকে দিয়ে তিনি পাখিটি বাসায় নিয়ে আসেন। বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পাখনা পুড়ে গিয়ে পাখিটি আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
পাখিটি উদ্ধারকারী কৃষ্ণ রায় বলেন, “সকালে ছাগলের পাতা পাড়ার জন্য কমলা বাগানে যাই। সেখানে পাখিটি আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। কয়েকজনকে দেখিয়ে, বাসায় নিয়ে খাবার খেতে দেই পাখিটিকে। পরে সাংবাদিক মোস্তাকিম আমার বাসায় পাখিটি দেখে বনবিভাগকে ফোন দিলে তারা এসে পাখিটি নিয়ে যায়।”
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখিটির ছবি দেখে কালবেলার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সিরাতুল মোস্তাকিম বনবিভাগকে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বনবিভাগের বিট অফিসার নিবারণ চন্দ্র রায় এবং তার সহকারী সোহেল এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যান।
এবিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বলেন, “পাখিটি আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা দিয়ে পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা হবে। যদি পুরোপুরি সুস্থ না হয় তবে ঠাকুরগাঁও বনবিভাগের বিশেষায়িত উদ্যানে পাঠানো হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন