গত শুক্রবার (৬ই মে) দেবীগঞ্জে নর্থ স্টার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর আয়োজনে এবং গোল্ড বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় বিতর্ক ,আবৃত্তি,ও উপস্থাপন বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনের কর্মশালা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আশেকুর রহমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক কারমাইকেল কলেজ,রংপুর ।
২ দিন ব্যাপী চলা কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক কারমাইকেল কলেজ,রংপুর, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন ।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয় ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন