পঞ্চগড়ের দেবীগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী দিনে প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দুই দিন ব্যাপী ৮ম বিজ্ঞান মেলা, ৪৫তম প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।
মেলার সমাপনী দিনে বিচারকরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজ্ঞান বিষয়ক সেরা প্রজেক্ট তৈরি করায় দুই বিভাগে পাঁচ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার এ.টি.এম মামুদ ( সুমন) প্রমুখ।
এছাড়া বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলার দুটি কলেজ ও ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে এবারের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন