পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতনে ছাত্র ও সাধারণ জনগণের বিজয় উপলক্ষে শান্তি মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট) বিকাল চারটায় উপজেলা জাতীয়তাবাদী দলের আয়োজনে একটি বিজয় মিছিল পৌরসদরের বিজয় চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বিজয় চত্বরে এসে শেষ হয়। মিছিলে জাতীয়তাবাদী দল এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব মোঃ আব্দুল গণি বসুনিয়া সহ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন