রবিবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা।
সন্ধ্যায় দেবীগঞ্জ বিজয় চত্বরে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান- মোঃ আব্দুল মালেক চিশতি ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক আবু, দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- বাবুল হোসেন সরকার ও মোছাঃ রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন