পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ফারর্মাস ক্লাইমেট স্মার্ট স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের প্রধান পাড়া গ্ৰামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল প্রকল্পের পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ প্রমুখ।
দেবীগঞ্জ উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদের সঞ্চালনায় মাঠ দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ তার স্বাগত বক্তব্যে বলেন, “ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষির উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফারমার্স ক্লাইমেট স্মার্ট স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেবীগঞ্জ উপজেলায় ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ১২ টি ফারর্মাস ক্লাইমেট স্মার্ট স্কুলে ৩৬০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।”
মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বলেন, “ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার হলো এমন একটি পদ্ধতি যা প্রযুক্তির সমন্বয়ে উৎপাদনশীলতা এবং কৃষির স্থিতিস্থাপকতা বাড়ায় এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কৃষির উৎপাদন বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ফারমার্স স্মাট স্কুলের প্রশিক্ষণ নেয়া কৃষান-কৃষানী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন