সোমবার (২৮ নভেম্বর) দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে ডিসিআই-আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষুক্যাম্প থেকে প্রায় এক হাজার দরিদ্র মানুষকে সেবা প্রদান করা হয়।
ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে সোমবার (২৮ নভেম্বর) চিলাহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে দিনব্যাপী চক্ষু শিবিরের আয়োজন করে। নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত মরিয়ম চক্ষু হাসপাতাল থেকে আগত এক দল অভিজ্ঞ চিকিসক চিকিৎসা সেবা প্রদান করেন। পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষ যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা।
উক্ত ক্যাম্পে মোট ১০২৩ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৯৬ জন ছানি রোগী, ৫৩৮ জন চশমার রোগী সনাক্ত করা হয়।
এছাড়াও ৪২৯ জন রোগীকে চশমা প্রদান করা হয় ও অবশিষ্ট ১০৯ জন রোগীদের আগামী ৬ ডিসেম্বর গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে চশমা প্রদান করা হবে। ৬২৫ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ৫০ জন ছানি রোগীদের আগামী দিন মরিয়ম চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।
চিলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও উক্ত ক্যাম্পে ফারাজ হোসেন ফাইন্ডেশনের সিনিয়ন ডেপুটি ম্যানেজার ওহাদুজ্জামান, ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম (বিপিপি) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আর এস সি) এর প্রোজেক্ট ম্যানেজার হুমায়ন কবীর (রোহান) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে চক্ষু শিবির পরিচালনা করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন