রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ভূমি রেজিস্ট্রেশন, ভূমি জরিপ ও ভূমির মালিকানা নিশ্চিতকরণে সচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজিত এই কর্মশালায় উপজেলার দশ ইউনিয়নের জনপ্রিতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত সর্বসাধারণের জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এই পর্বে উপস্থিত সাধারণ মানুষ ভূমি সেবার বিভিন্ন ধাপে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা, উত্তরণের উপায়, কাঙ্ক্ষিত সেবা না পেলে করণীয় বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
এই সময় ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা- গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার, সাব রেজিস্ট্রার- নিশাদুর রহমান, উপ সহকারী স্যাটেলমেন্ট অফিসার- শাখাওয়াত হোসেন।
উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উল্লেখ করেন যে, দেবীগঞ্জের ইতিহাসে এ ধরণের কর্মশালা এটাই প্রথম।
এস.এম/ডিএস
মন্তব্য করুন