সোমবার (৫ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, পঞ্চগড় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, দিনাজপুর পাট উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
দেবীগঞ্জ উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলীর সঞ্চালনায় পাট চাষী প্রশিক্ষণে অতিথিরা, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করেন। প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা, চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহ্বান জানান।
এস.এম/ডিএস
মন্তব্য করুন