মঙ্গলবার (১৮ জুলাই) দেবীগঞ্জ পৌর সদরের মধ্য বাজারে শাহী স্টোর নামে মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
সরেজমিন জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় প্রতিদিনের ন্যায় দোকান খোলার জন্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহীনুর রহমান নিজেই আসেন। এই সময় টাকার ব্যাগ পাশে রেখেই তিনি দোকানের তালা খোলার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তালায় সুপারগ্লু আঠা ও বালু দেওয়া হয়। এতে তালায় চাবি প্রবেশ করা যাচ্ছিল না। শাহীনুর রহমান এসময় তার দোকানের এক কর্মীকে কেরোসিন তেল আনার জন্য পাঠান এবং নিজে তালা খোলার চেষ্টা করতে থাকেন। এই সময় হঠাৎ করে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
দোকানের মালিক শাহীনুর রহমান এ বিষয়ে জানায়, “প্রতিদিনের মতো আজও দোকানের তালা খোলার চেষ্টা করছিলাম। কিন্তু তালায় চাবি প্রবেশ করানো যাচ্ছিল না। পরে দেখি তালায় সুপার গ্লু আর বালু দিয়ে চাবি প্রবেশের জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। তালা খোলার চেষ্টা করা অবস্থায় কিছু বুঝে উঠার আগেই দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। ব্যাগে দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিল।”
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রনজু আহম্মেদ বলেন, “দোকান মালিকের পক্ষে থেকে এখনো কোন অভিযোগ পাইনি আমরা। তবে ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রযুক্তিগত ভাবেও আমরা তদন্ত করছি। আশা করছি দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন