পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনালী ব্যাংকের সাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন সেবার আওতায় সকল ধরনের ফি/ চার্জ আদায়করণ শীর্ষক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২১ জুন) বিকেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের সাথে দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চুক্তি পত্র স্বাক্ষরিত হয়।
চুক্তি পত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান এবং দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সিংহ ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল হক চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, দুটি প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনে ফি জমা দিতে পারবে এবং এ সেবার আওতায় পর্যায়ক্রমে আরও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইন সেবা সহজীকরণ করা হচ্ছে ।
চুক্তি পত্র স্বাক্ষর অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। এ সময় সোনালী ব্যাংক দেবীগঞ্জ শাখার ব্যাবস্থাপক বদিউজ্জামান সবুজ এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন