শনিবার (২৫জুন ) বিকেলে উপজেলার নুরুর বাজার গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুলে সোনাহার বিতর্ক পরিষদের আয়োজনে দুইদিন ব্যাপী কর্মশালায় প্রথম দিনের বিতর্ক সেশনে সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক ,তথ্য প্রযুক্তির ব্যবহার এবং মাইন্ড সেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাহার বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা এবং সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্জাক দুলাল।
প্রধান আলোচ্যক হিসেবে সনাতনী বিতর্কের সেশনে উপস্থিত ছিলেন মো. শিয়াবুজ্জামান চঞ্চল সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,সৈয়দপুর।সাবেক মূখ্য সমন্বয়ক, বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ, রংপুর, এবং এডভাইজার টু দ্য চেয়ারম্যান, এনডিএফবিডি ।
বিশেষ আলোচ্যক হিসেবে বারোয়ারী বিতর্কের সেশনে উপস্থিত ছিলেন জয় লালা, মুখ্য সমন্বয়ক কারমাইকেল কলেজ, রংপুর এবং জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ । আরো উপস্থিত ছিলেন, কৌশিক রায়, নীলফামারী ডিবেট ফেডারেশন।
এছাড়াও সোনাহার বিতর্ক পরিষদের উপদেষ্টা রিতু আক্তার , সভাপতি সানোয়ার সাদী, সাবেক সাধারণ সম্পাদক ,মাহাবুল ইসলাম , বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জামিল হাসান সহ সিনিয়র বিতার্কিকরা বিতর্ক সেশন এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকেই এই প্রত্যন্ত অঞ্চলে এতো সুন্দর বিতর্ক সেশন পেয়ে অত্যান্ত আনন্দিত ।
প্রদর্শনী বিতর্ক ,কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি প্রথম দিনের বিতর্ক সেশন এবং দ্বিতীয় দিনে বিতর্ক সেশনে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন