শুক্রবার ( ১৪ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের খাঁ পাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার দেবীগঞ্জ থানার একটি টিমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় বালু বোঝাই একটি ট্রাক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ইজারা বহির্ভূতভাবে খাঁ পাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ওই এলাকার মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। তবে আজ অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, “ঘটনাস্থলে যাওয়ার পর আমরা কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক শাস্তির আওতায় আনতে পারিনি। তবে যেখান থেকে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে সেখান থেকে একটি ট্রাক ও একটি ট্রাক্টর জব্দ করেছি। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন