সোমবার ( ১৭ জুলাই) বেলা ১২ টায় উপজেলার সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ৯২৬ জন টিসিবির কার্ডধারী ব্যক্তির মাঝে চাল, ডাল ও তেল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দেবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস; দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোকাদ্দেম হোসেন; সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম; উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও ইউনিয়ন সভাপতি সন্তোষ কুমার রায় প্রমুখ।
টিসিবির পক্ষ থেকে প্রতি কার্ডধারীকে ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়।
উল্লেখ্য, এবার প্রথমবারের মতো ডাল, তেল, চিনির পাশাপাশি চাউল বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এস.এম/ডিএস
মন্তব্য করুন