পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদক হাকিম উদ্দিন সহ ৮ জুয়াড়িকে গ্ৰেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাইক্রোবাস স্টান্ড অফিসে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানে জুয়া খেলার আসর থেকে পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদক সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪ সেট প্লেয়িং কার্ড ও ৭ হাজার ৮৪১ টাকা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জ পৌর শহরের কামাতপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল লতিফ(৪২), পাটোয়ারী পাড়া এলাকার মোতালেবের ছেলে মামুনুল ইসলাম(৩১), সাহাপাড়া এলাকার পুলকেশ শর্মার ছেলে মিঠুন শর্মা(৩৭), নতুনবন্দর এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বাধীন ইসলাম(২৭), মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মামুন পারভেজ(৩২), উত্তরপাড়া এলাকার নূর ইসলামের ছেলে হাকিম উদ্দিন(৩৫), থানাপাড়া এলাকার একরামুল হকের ছেলে চয়ন ইসলাম (৩৮) ও দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকার মুক্তার আলীর ছেলে শহিদুল ইসলাম(৪১)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে জুয়ার আসর থেকে গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৫ জুলাই দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় মোঃ হাকিম উদ্দিনকে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে আবাসিক হোটেলে জিম্মি করে রেখে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছিল তার বিরুদ্ধে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন