রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।
পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার স্বদেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর এবং ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন