বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাত সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,মৎস্যজীবী সমিতর সদস্যবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন (এমপি)।
জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মৎস্য খাতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন