রবিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষকগণ অংশ নেন। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান, কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারের এই মহতী উদ্যোগকে বাস্তবায়ন করার গুরু দায়িত্ব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের। নাগরিক সেবা নিশ্চিতে দফতর প্রধানগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা ব্যক্ত করেন। সাধারণ মানুষ যেন সরকারি দফতরে এসে হয়রানির শিকার না হোন সেই ব্যাপারে নিজ অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার ব্যাপারে জোর দেন বক্তারা।
এস.এম/ডিএস
মন্তব্য করুন