সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় দেবীগঞ্জ সরকারি কলেজ হল রুমে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আদনান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় জেলা সমিতির সাবেক সম্পাদক সোহরাব হোসেন, জাবি শিক্ষার্থী অলিউন নবী অলিভ, ঢাবি ছাত্রনেতা দীপন সাহা, রাবি ছাত্রনেতা আনন্দ রায় ও আবু সাইদ ইয়াসির সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি আদনান হোসেন বলেন, “এই কাপড়গুলো শুধু বস্ত্রের গুরুত্বই বহন করেনা, এই বস্ত্রগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার গুরুত্ব এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতির কর্তব্য ও আনন্দ ভাগাভাগির গুরুত্বও বহন করে।”
ঈদ উপহার প্রদান প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, মূলতঃ বঙ্গবন্ধু তনয়া, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং একটি মানবিক সমাজ গড়ার অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের এমন প্রচেষ্টা অব্যাহত আছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন