সোমবার ( ২১ আগস্ট) বিকেলে পৌরসভার দেবদারু তলায় পৌর যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বর্বরোচিত গ্ৰেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি র্যালি দেবদারু তলা থেকে শুরু করে দেবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ এলাকায় এসে শেষ হয়। পরে যুবলীগ নেতা শাহরিয়ার দ্বীপের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর যুবলীগের আহ্বায়ক আহমেদ হাসান মেহেদী সন্ধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন উদ্দিন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠু, উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক নির্মল কুমার শর্মা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয়, উপজেলা মহিলা লীগের সভাপতি শারমিন স্বপ্না ও সাধারণ সম্পাদক সাবিলা শারমিন ডলি, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি জেসমিন আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাজু প্রমুখ।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, বিএনপি- জামাত জোট সরকারের আমলে প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ শে আগস্ট বর্বরোচিত গ্ৰেনেড হামলা চালানো হয়। হামলার পরে থানায় মামলা নিতে গড়িমসি করে পুলিশ। বিএনপি তখন ষড়যন্ত্র করেছে প্রধানমন্ত্রীকে হত্যা করার আর এখন ষড়যন্ত্র করে চলেছে নির্বাচন নিয়ে। নির্বাচন নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একসাথে মিলে তা প্রতিহত করা হবে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন