বুধবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে ৫৮ টি পরিবারের মাঝে জনপ্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার গৃহ নির্মাণ মঞ্জুরীর অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম সুজন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ, এবং উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
একই দিনে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৬১ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন (এমপি)।
এস.এম/ডিএস
মন্তব্য করুন