রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌরাস্তা হয়ে দেবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়।
পরে পৌর কৃষক লীগের সভাপতি আবু বকর সিদ্দিককের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল কুমার শর্মা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয়, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন ডলি, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক জেসমিন আক্তার ও সদস্য সচিব রিতু আক্রার প্রমুখ।
সমাবেশে বক্তারা গত ২৯ শে জুলাই ঢাকার রাজপথে বিএনপি জামাত যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে তার নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া বিএনপি জামায়াতের যেকোন ষড়যন্ত্র কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান।
🔴 ছবি: সংগৃহীত
এস.এম/ডিএস
মন্তব্য করুন