“নবযাত্রার এক বছর, এগিয়ে রাখে কালবেলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক কালবেলা পত্রিকার বর্ষপূর্তি পালিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে দৈনিক কালবেলার বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালবেলার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সিরাতুল মোস্তাকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ; দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, দৈনিক নব বার্তার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, ডেইলি কান্ট্রি টুডের দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি অবিনাশ রায়, দৈনিক গড়বো বাংলাদেশের উপজেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, সবুজ বাংলাদেশের উপজেলা প্রতিনিধি এনামুল হক, আজকের বসুন্ধরা পত্রিকার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি লালন সরকার এবং দেবীগঞ্জ ব্রেকিং নিউজের নয়ন রহমান, সর্দার গ্ৰুপের পরিচালক সজীব আহমেদ ও দেবীগঞ্জ সংবাদের ফটো জার্নালিস্ট রাশিনুর রহমান প্রমুখ।
কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবু বকর সিদ্দিক বলেন, “কালবেলা অল্প সময়ে জনপ্রিয় একটি প্রত্রিকা হিসেবে স্বকীয় অবস্থান তৈরি করে নিয়েছে। আগামী দিনগুলোতেও কালবেলা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সমাজের মানুষের সমস্যা এবং সম্ভাবনার চিত্র তুলে ধরবে জনগনের সামনে এই প্রত্যাশা করছি। কালবেলার বর্ষপূর্তি সফল হোক এই কামনা করছি।”
আলোচনা সভার শেষে সভাপতির বক্তব্যে কালবেলার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সিরাতুল মোস্তাকিম বলেন, “আপনাদের সকলের সহযোগিতায় কালবেলা এতদূর এগিয়ে এসেছে। প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন এবং মাল্টিমিডিয়া প্লাটফর্মে কালবেলা সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। কালবেলার বর্ষপূর্তিতে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সাথে নিয়ে কালবেলার বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
জামিল হাসান/ডিএস
মন্তব্য করুন